Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ১০ জুন ২০২১
আপডেট: ০০:১২, ১১ জুন ২০২১

প্রেম করার জন্য মানুষ খুঁজছেন বলিউড ‘কুইন’ কঙ্গনা!

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

বলিউডের ‘বিতর্কিত কুইন’ কঙ্গনা রানাউত প্রেম করার জন্য মনের মতো মানুষ খুঁজছেন। নায়িকার এক স্টোরি এমন বার্তাই দিচ্ছে। 

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটা সেলফি পোস্ট করেছেন কঙ্গনা রানাউত। সঙ্গে লিখেছেন, ‘মুম্বাইয়ের বৃষ্টির চেয়ে রোমান্টিক কিচ্ছু নেই এই দুনিয়ায়। কিন্তু আমার মতো সিঙ্গেলরা সেটা নিয়ে শুধু দিবা-স্বপ্নই দেখতে পারে।’ সঙ্গে আরও দুটো লাইন জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘কাকে আমার জন্য তৈরি করা হয়েছে, প্লিজ দেখান না!’

পাশাপাশি ছবি এও বলছে, শুধু মনে নয়, সাজসজ্জাতেও আবহাওয়ার মতোই চূড়ান্ত রোমান্টিক কঙ্গনা। বর্ষার আমেজ উপভোগ করতে বদলেছেন সাজ। বেছে নিয়েছেন শাড়ি, হাল্কা রঙের রূপসজ্জা। চুলও পরিপাটি করে বাঁধা। এভাবেই নিজেকে সাজিয়ে গাড়িতে করে গন্তব্যে যাচ্ছেন তিনি। 

কঙ্গনার এই নতুন রূপ দেখে একই সঙ্গে বিস্মিত এবং খুশি ভক্তরা। ভার্চুয়াল জগতে এবং সংবাদমাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসতেই তাই নতুন করে আবার শোরগোল তাকে ঘিরে। 

যদিও বলিউডে পা রাখার পর থেকে বেশ কয়েকবার প্রেমে পড়েছিলেন কঙ্গনা। আর তা নিয়ে খোলাখুলি মন্তব্যও করেছিলেন মিডিয়ার সামনে। অভিনেত্রী হিসেবে কঙ্গনার যে প্রেম প্রথম সবার সামনে আসে তা হল আদিত্য পাঞ্চলির সঙ্গে। নিজের থেকে ১৮ বছরের বড়, বিবাহিত ও দুই সন্তানের বাবার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডে সদ্য পা রাখা কঙ্গনা।

শোনা যায়, সে সময় ‘কুইন’ অভিনেত্রীকে মুম্বাইতে প্রথম বাড়িও কিনে দিয়েছিলেন আদিত্য। আদিত্যর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনকে মন দিয়েছিলেন তিনি। যদিও টেকেনি সেই সম্পর্কও। পরে শোনা গিয়েছিল ব্রিটিশ পরিচালক নিকোলাস ল্যাফার্টির সঙ্গও সম্পর্কে জড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত।

পরে কঙ্গনা আর ঋত্বিকের সম্পর্কের রসায়ন তো সবারই জানা। যদিও হৃত্বিকের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক ছিল না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ