Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ৮ জুলাই ২০২১
আপডেট: ২১:২০, ৮ জুলাই ২০২১

পুত্র সন্তানের বাবা হলেন হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ ও আফসানা চৌধুরী শিফা

হাবিব ওয়াহিদ ও আফসানা চৌধুরী শিফা

বাবা হলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা পুত্র সন্তান জন্ম দিয়েছেন৷

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব ওয়াহিদের বাবা পপসংগীত তারকা ফেরদৌস ওয়াহিদ।

জানা গেছে, বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে আয়াত ওয়াহিদ।

চলতি বছরের ১২ জানুয়ারি হঠাৎ করেই তৃতীয় বিয়ের খবর জানান হাবিব। হাবিব-শিফার বিয়ের খবরের সাত মাসের মধ্যেই এলো বাবা হওয়ার খবর।

উল্লেখ্য, হাবিব ওয়াহিদ তার শিল্পী জীবনের প্রথম দিকে ২০০৩ সালে লুবিয়ানা নামের এক নারীকে বিয়ে করেন। তবে কিছু দিন পরই সেই সংসার ভেঙে যায়।

এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক সিদ্ধান্তে হুট করে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। এই সংসারে হাবিবের আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। ২০১৬ সালে রেহানের সঙ্গেও হাবিবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর

তৃতীয়বারের মতো বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

হাবিব বিয়ে করেছেন তিন মাস আগে!

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ