Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:১২, ৮ জুলাই ২০২১

হাবিব বিয়ে করেছেন তিন মাস আগে!

হাবিব ওয়াহিদ ও আফসানা চৌধুরী শিফা

হাবিব ওয়াহিদ ও আফসানা চৌধুরী শিফা

জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ তৃতীয়বারের মতো বিয়ে করেছেন মডেল আফসানা চৌধুরী শিফাকে। মঙ্গলবার বিয়ের খবর ভক্তদের জানিয়েছেন শিল্পী নিজেই।

বিয়ের পর হাবিব জানান, শিফার সঙ্গে ঢাকায় তার পরিচয় ৮ মাস আগে। এরপর বন্ধুত্ব থেকে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর বিয়ে করেছেন আরো তিন মাস আগে।

হাবিবের কথায়, বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। এটি নিয়ে তিক্ত অভিজ্ঞতা তো আর কম হলো না। আবার এটাও ঠিক, জন্ম-মৃত্যু আর বিয়ে তো উপরওয়ালা থেকে নির্ধারিত। তা না হলে, শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না।  

হাবিবের নববধূ শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি।

উল্লেখ্য, ২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়ে যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়