Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৪ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ২২ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৩৭, ২২ নভেম্বর ২০২৩

জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের স্বশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি অবস্থায় থাকা ৫০ বন্দীকে মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলের মন্ত্রীপরিষদ। তবে যুদ্ধবিরতি হবে ৪ দিনের। 

বুধবার ভোররাতে দীর্ঘ বৈঠকের পর হামাসের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির বিষয়ে অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধে চার দিনের বিরতিতে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অধীনে অতিরিক্ত প্রতি ১০ জন বন্দি মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতি একদিন করে বাড়াবে। 

পূর্ব জেরুজালেম থেকে আল-জাজিরার প্রতিনিধি হামদাহ সালহুত জানান, যুদ্ধবিরতির এ প্রস্তাব অনুযায়ী, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে হামাসের হাতে যুদ্ধবন্দীদের সঙ্গে দেখা করবে রেড ক্রসের সদস্যরা। 

হামদাহ সালহুত আরো বলেন, আমরা এখনো যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদিত নথি হাতে পাইনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ভোটাভুটির পর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল জানায়, ওই হামলায় প্রাণ হারান ১ হাজার ২০০ জনের বেশি মানুষ। আর ২৪০ জনের মতো মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানিসহ বেশ কিছু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

এর জেরে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় ফিলিস্তিনে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এর বেশির ভাগই শিশু ও নারী। উদ্বাস্তু হয়েছে ১০ লাখের বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়