Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ৪ এপ্রিল ২০২৩

সাড়ে ৬ ঘণ্টার যুদ্ধে নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন 

ফায়ার সার্ভিস ও অন্যান্য দলের প্রায় সাড়ে ছয় ঘণ্টা যুদ্ধের পর নিয়ন্ত্রণে এসেছে বঙ্গবাজারের ভয়াবহ আগুন। মঙ্গলবার বেলা ১২টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য গণমাধ্যমকে জানান।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫০ ইউনিট কাজ করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেটটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, বিমান ও নৌবাহিনী ও বিজিবির চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে দুপুর ১টার পরে ব্রিফ করা হবে।

এদিকে, ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ আনতে প্রথম দিকে দেখা দেয় পানির সংকট। পরে আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি সংগ্রহ করা হয়। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হয়। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকেও যোগ দেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মী আহত হন। প্রথমে তারা বঙ্গবাজারের সাততলা এনেক্স মার্কেট ভবনে প্রবেশ করেন। সেখানেও আগুন ছড়িয়ে পড়লে তারা আটকা পড়েন। খবর পেয়ে তাদের আহতাবস্থায় সেখান থেকে বের করে আনা হয়। তাদের ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐ এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল  ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আগুন লাগার খবরে সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করায় প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।

আই নিউজ/এইচএ 

 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ