Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ফাহিমা নিপা

প্রকাশিত: ০০:০৭, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ০০:০৯, ২৯ ডিসেম্বর ২০২০

কল্যাণ রাষ্ট্রের পথিকৃৎ ফ্রান্স

নাগরিকসেবায় আবারও প্রথম হয়েছে শিল্পকলা, সাহিত্য-সংস্কৃতির ঐশ্বর্যপ্লাবিত দেশ ফ্রান্স। ক্যালিন এবং কোচেনভ-এর এবারকার জরিপে এ তথ্য উঠে এসেছে। তথ্যানুযায়ী ফ্রান্স এ বছর সম্ভাব্য ১০০ শতাংশের মধ্যে ৮৩.৫ শতাংশ পয়েন্ট অর্জন করার গৌরব অর্জন করে। এ নিয়ে টানা অষ্টমবার শীর্ষ স্থান ধরে রেখেছে ইউরোপের শক্তিশালী এ দেশটি। হায়, জন্মসূত্রে আমরা যে দেশের নাগরিক সেই বাংলাদেশ নাগরিকসেবায় ১৩৭তম অবস্থানে পড়ে আছে! শুধুমাত্র এ দিকটির বিবেচনায় আমাদের প্রাত্যহিকভাগ্য সুপ্রসন্ন বললেও কম বলা হবে।

মূল নাগরিক ছাড়াও বিশ্বের বহু দেশের অসহায় কোটি মানুষকে তাদের মৌল মানবিক অধিকার প্রদানের বিষয়টি বিবেচনা করলে নিঃসংশয়ে বলা যায় ফ্রান্স কল্যাণ রাষ্ট্রের একটি পথিকৃৎ। এ জন্যে ফ্রান্সের কাছে মানবধর্মই হলো সবচেয়ে বড়ো ধর্ম।

ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে অবস্থানের আলোকে বলতে পারি ইউরোপের যে কোনো দেশের চেয়ে ফ্রান্সের চিকিৎসাসেবা উল্লেখযোগ্য ব্যতিক্রম; এমন সহজলভ্য চিকিৎসাসেবা মনে হয় আর কোনো দেশেই নেই। বোধকরি এ জন্যে পচন সারাতে মিশর থেকে প্যারিসে নিয়ে আসা হয়েছিলো ফেরাউনের মমি।

সাহিত্য-সংস্কৃতির ঐশ্বর্যপ্লাবিত দেশ ফ্রান্স

মূল নাগরিক ছাড়াও বিশ্বের বহু দেশের অসহায় কোটি মানুষকে তাদের মৌল মানবিক অধিকার প্রদানের বিষয়টি বিবেচনা করলে নিঃসংশয়ে বলা যায় ফ্রান্স কল্যাণ রাষ্ট্রের একটি পথিকৃৎ। এ জন্যে ফ্রান্সের কাছে মানবধর্মই হলো সবচেয়ে বড়ো ধর্ম।

যা হোক, বিশ্বব্যাপী জাতীয়তার মানের সূচকে (কোয়ালিটি অব ন্যাশনালিটি ইনডেক্স বা কিউএনআই) এবার ফ্রান্সের পরে যৌথভাবে দ্বিতীয় স্থানে জার্মানি ও নেদারল্যান্ডস এবং অষ্টম স্থানে রয়েছে যুক্তরাজ্য।

ফাহিমা নিপাগেটউইক, ইংল্যান্ড

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়