Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ২৩ জানুয়ারি ২০২৪

এক মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনিস বুকে নাম লেখালেন নিপা 

নিপা ২৭টি ভাত খেয়েছেন চপস্টিক ব্যবহার করে, হাত দিয়ে নয়।

নিপা ২৭টি ভাত খেয়েছেন চপস্টিক ব্যবহার করে, হাত দিয়ে নয়।

এক মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনিস ওয়ার্ল্ড বুকে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশি নারী নুসরাত জাহান নিপা। ভাবছেন মাত্র ২৭টি ভাত খেয়ে কীভাবে রেকর্ড হয়? আসলে নিপা ২৭টি ভাত খেয়েছেন চপস্টিক ব্যবহার করে, হাত দিয়ে নয়। চপস্টিক দিয়ে ভাত খাওয়া কতোখানি সহজ চেষ্টা করে দেখতে পারেন আপনিও। 

যাহোক, নুসরাত জাহান নিপার আগে চপস্টিক দিয়ে ভাত খাওয়ার এ রেকর্ড ছিল ইতালিয়ান এক নারীর। ওই নারী এক মিনিটে খেতে পেরেছিলেন মাত্র ২৫টি ভাত। এবার সেই রেকর্ড ভঙ্গ করে ২৭টি ভাত খাওয়ার রেকর্ড গড়লেন নুসরাত জাহান নিপা। 

গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির এক নাগরিকের করা রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বরিশালের নুসরাত জাহান নিপা। এর আগে প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসেবে পর পর দুইবার বিশ্ব রেকর্ড করেছে নিপা।

সোমবার (২২ জানুয়ারি) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী নুসরাত জাহান নিপা বলেন, এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইটালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডটি আমি ভেঙেছি। ২০২৩ সালের মার্চের দিকে এ রেকর্ড করলেও যাচাই-বাছাই শেষে সম্প্রতি সার্টিফিকেট পেয়েছি।

এরআগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল। অনেক প্র্যাকটিসও করতে হয়েছে। তবে এবারে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।

নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর এ আর এস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়