Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

সাজু মারছিয়াং, (শ্রীমঙ্গল- মৌলভীবাজার)

প্রকাশিত: ১২:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১২:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩

শ্রীমঙ্গলে আজ রাতে শেষ হচ্ছে চামুংয়ের পিঠা উৎসব

চামুং পিঠা উৎসব ২০২৩ এর সাজসজ্জা। ছবি- আই নিউজ

চামুং পিঠা উৎসব ২০২৩ এর সাজসজ্জা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে শেষ হতে যাচ্ছে 'চামুং' রেস্টুরেন্ট আয়োজিত তিনদিন ব্যাপী পিঠা উৎসব। উপজেলার রাধানগরে এলাকায় আয়োজিত এই তিন দিনে ভিড় জমেছিলো শহুরে পিঠা প্রেমিকদের। 

এর আগে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে  চামুং রেস্টুরেন্টের আয়োজনের পিঠা উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। 
তিনদিন ব্যাপী চলা এ মেলায় হরেক রকমের পিঠাপুলি নিয়ে বিভিন্ন জায়গা থেকে মূলত ক্ষুদ্র উদ্যোক্তারা আসেন। তাদের বানানো নানান রকম পিঠাপুলি সাজিয়ে প্রদর্শনীতে নিয়ে আসেন তারা। এগুলোর মধ্যে রয়েছে স্থানীয় স্বাদ এবং শৈল্পীর ছাপ। 

এদিকে পিঠা উৎসব উদ্বোধনের দ্বিতীয় দিন শুক্রবার  (৩ ফেব্রুয়ারি) ছিলো বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পিঠা আর বাউল গান সব মিলিয়ে চামুং এর তিনদিন ব্যাপী পিঠা উৎসব জমে ওঠেছিল নানা ধরনের মানুষের পদচারিতায়। যা শেষ হবে আজ (৪ ফেব্রুয়ারি) রাতে। 

আই নিউজ/এইচএ 

ভিডিও : জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ