Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৯:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩

হাকালুকি হাওরে ধরা পড়ল রাক্ষুসে পিরানহা

হাকালুকি হাওরে পাওয়া রাক্ষুসে পিরানহা মাছ। ছবি- আই নিউজ

হাকালুকি হাওরে পাওয়া রাক্ষুসে পিরানহা মাছ। ছবি- আই নিউজ

হাকালুকি হাওরে ধরা পড়ল রাক্ষুসে পিরানহা মাছ।  যা ভয় ও আতংকের। পিরানহা মাছ চাষ করা, ধরা, বিক্রি ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ। 

এ অবস্থায়ই বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বড়েলখা উপজেলার হাওরপারের আজিমগঞ্জ বাজারে হঠাৎ দেখা মিলে একটি পিরানহা মাছ। মাছ বিক্রেতা ছমির উদ্দিন রূপচাঁদা বলে বিক্রি করছিলেন। প্রায় তিনকেজি ওজনের মাছটির দাম হাঁকেন ১৫০০ টাকা। 

ছমির উদ্দিন জানান, মাছটি হাকালুকি হাওরের চাতলা বিলে ধরা পড়েছে। সেখান থেকে তিনি কিনে এনেছেন। অন্য মাছের সাথে এটিও এসেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। অভিযানে মাছটি জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

সাধারণত পিরানহার বুক ও পেট সোনালি রঙের হয়ে থাকে। তবে এই পিরানহার পুরো শরীরজুড়ে কালচে রঙ। তবে বুক সোনালি। মাছটি দেখতে হৃষ্টপুষ্ট। 

হাকালুকি হাওরের জলাভূমির পরিবেশের কারণে শরীরের রঙ কিছুটা পরিবর্তন হয়েছে বলে মনে করেন আরেক মাছ বিক্রেতা আব্দুল হানিফ।

হাকালুকি হাওরের বিস্তীর্ণ জলাভূমিতে পিরানহা পাওয়া যাওয়া আতংকের বলে মনে করা হচ্ছে। কারণ রাক্ষুসে পিরানহা দলে দলে ঘুরে বেড়ায়। ছোট মাছ ও বড় মাছের পোনা খেয়ে সাবাড় করে দেয়। এমনকি মানুষকেও বড় দাঁত ও চোয়াল দিয়ে ক্ষতবিক্ষত করে দিতে সক্ষম।

হাকালুকি হাওরে পিরানহা পাওয়া যাওয়া মানে হলো ঝাঁকে ঝাঁকে আরো থাকতে পারে। অথবা বিচ্ছিন্নভাবেও এসে থাকতে পারে।

জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন- খবর পেয়ে আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করি। মাছটি জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। 

তিনি বলেন মৌলভীবাজারে কোথাও পিরানহা চাষ হয়না কিভাবে এটি এসেছে খুঁজ নিয়ে দেখছি।

আই নিউজ/এইচএ 

ভিডিও জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়