Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১ ফেব্রুয়ারি ২০২৩

চিকিৎসা সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস

গরীব অসহায়দের চিকিৎসা সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন। ছবি- আই নিউজ

গরীব অসহায়দের চিকিৎসা সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গরীব অসহায়দের চিকিৎসা সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে অ্যাম্বুলেন্স ক্রয়ে আর্থিক সহায়তাকারীদের সম্মাননা সনদ প্রদান ও অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

জেলার স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স জেলার চিকিৎসা সেবায় সংযোগ হলো জানিয়ে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের দীর্ঘদিনের স্বপ্ন গরীব দুঃস্থ, অসহায় মানুষের চিকিৎসা সেবা ও লাশ গোসল দাফন কাফন, সৎকার ও অক্সিজেন সেবা দিতে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন এখন বাস্তব রূপ পেল।

আই নিউজ/এইচএ 

ভিডিও : নির্মাণ হচ্ছে মৌলভীবাজার রেড ক্রিসেন্টের নতুন ভবন

 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়