Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৬ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬, ২৫ ডিসেম্বর ২০২২

হবিগঞ্জে জামায়াত ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

জামায়াত কর্মীরা ইট-পাটকেল ছুঁড়ে মারছেন। ছবি- আইনিউজ

জামায়াত কর্মীরা ইট-পাটকেল ছুঁড়ে মারছেন। ছবি- আইনিউজ

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা ১০ দফা দাবি নিয়ে শহরের শায়েস্তানগর এলাকায় গণমিছিল বের করেন।

এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং ব্যানার নিয়ে যায়। তখন জামায়াত নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, শায়েস্তানগরে জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে আটকও করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আইনিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ