Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে ‘ম্যাক্সি’ উল্টে এক শ্রমিকের মৃত্যু 

ঘটনায় ম্যাক্সিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ছবি- সংগৃহীত

ঘটনায় ম্যাক্সিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ছবি- সংগৃহীত

হবিগঞ্জের দরিয়াপুরে একটি যাত্রীবাহি ‘ম্যাক্সি’ গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবুল কালাম (২৬) নামে এক শ্রমিক মারা গেছেন বলে জানা গেছে। ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন। 

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দরিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আবুল কালাম হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া গ্রামের সুলেমান মিয়ার পুত্র। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে- শহরের বাসস্ট্যান্ড থেকে একটি ‘ম্যাক্সি’ গাড়ি দিয়ে বেশ কয়েকজন মাটি কাটার শ্রমিক দরিয়াপুর যাওয়ার জন্য রওয়ানা হন। দরিয়াপুর এলাকার কাছাকাছি পৌছলে ‘ম্যাক্সি’ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে ম্যাক্সিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে উল্টে যায়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। 

আহত অবস্থায় ইমন মিয়া (১৭), শাহিন মিয়া (১৯), রিমন মিয়া (৩৫), জুলহাস মিয়া (১৮), সাজিদ মিয়া (৫৫), হিমাংশু ধর (৪৫) ও আবু সালেক (২৯)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়