মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:২৩, ২১ ডিসেম্বর ২০২০
যৌতুকের জন্য স্ত্রীর শরীরে গরম পানি ঢেলে দিলেন স্বামী

স্বামী ও সন্তানের সাথে অনামিকা দেব
মৌলভীবাজারে যৌতুকের টাকা না পেয়ে গরম পানি দিয়ে এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই গৃহবধূকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নির্যাতিত ওই গৃহবধূর নাম অনামিকা দেব (২৭) এবং তার স্বামীর নাম সঞ্জিত কান্তি নাগ (৪০)।
অনামিকা দেব আইনিউজকে জানান, যৌতুকের জন্য দীর্ঘদিন থেকে স্বামী ও তার শ্বশুড়বাড়ির লোকজন নির্যাতন করে আসছিলেন। গত রোববারেও বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন সঞ্জিত কান্তি নাগ। এতে অনামিকা আপত্তি জানালে নির্যাতন শুরু করেন স্বামী সঞ্জিত ও তার পরিবারের অন্য সদস্যরা। নির্যাতনের এক পর্যায়ে তার শরীরে গরম পানি ঢেলে দেন সঞ্জিত।
গরম পানিতে অনামিকা দেবের শরীরে ১০ শতাংশ পুড়ে গেছে ঝলসে অনামিকা দেব (২৭)
পরে অনামিকার বাবা খবর পেয়ে অনামিকাকে শ্বশুরবাড়ি থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
অনামিকার বাবার বাড়ির সূত্রে জানা যায়, ২০১৫ সালে পারিবারিকভাবে সঞ্জিত কান্তি নাগের সঙ্গে বিয়ে হয় অনামিকা দেবের। বিয়ের পর অনামিকার বাবার বাড়ি থেকে প্রাপ্ত গয়না (স্বর্ণালঙ্কার) বিক্রি করে স্বামীকে সিএনজি কিনে দেন অনামিকা। এরপরও বিভিন্ন সময় যৌতুকের জন্য তাকে মারধর করতেন সঞ্জিত কান্তি নাগ।
অনামিকা বলেন, ননদ লাকি রাণী দে ও তার স্বামী (লাকি রাণীর স্বামী) আমার স্বামীকে (সঞ্জিত) সবসময় প্ররোচিত করতো। আমার শ্বাশুড়ি ও ভাশুরও আমাকে প্রায়শ নির্যাতন করতেন।
এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেছেন অনামিকা। মামলায় অভিযুক্তরা হলেন- সঞ্জিত কান্তি নাগ (৪০), সুজিত নাগ (৫০), রণজিৎ নাগ (৪৫), বিজয়া রানী নাগ (৩৫), উমা রানী নাগ (৪২)।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক আইনিউজকে বলেন, ৫ জনের নাম উল্লেখ করে এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. আহমেদ ফয়সল জামান জানান, রোববার সকালে অনামিকা হাসপাতালে ভর্তি হন। তার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও
- মৌলভীবাজারে ৫৬ করোনা রোগী, হটস্পট শহরেই ২৭ জন
- মৌলভীবাজারের কোন এলাকা কোন জোনে
- ভাইরাল গানটি রণেশ ঠাকুর নয়, গেয়েছেন মল্লিক ঐশ্বর্য
- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা