Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৪৮, ১৩ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:৩২, ১৩ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

মৌলভীবাজারে ফায়ার সার্ভিসের মহড়া (ভিডিও)

মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ দিবসে দুর্ঘটনামূলক পরিস্থিতিতে করণীয় বিষয়ে জানাতে মহড়া করেছে মৌলভীবাজার ফায়ার সার্ভিস।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সচেতনামূলক মহড়া প্রদর্শন করে মৌলভীবাজার ফায়ার সার্ভিস। কোথাও আগুন লাগলে কিভাবে আগুন নেভাতে হয়, কিভাবে আটকা পড়া লোকদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে নেভাতে হয়- মহড়ায় এসব কলাকৌশল ও করণীয় প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

.

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, ফায়ার সার্ভিস মৌলভীবাজারের সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা, পিআইও (সদর) আজাদুর রহমান, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।

মৌলভীবাজারে ফায়ার সার্ভিসের মহড়া

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ