Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ১৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:০০, ২০ ডিসেম্বর ২০২১

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল’ কমিটি গঠন

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কার্নিভাল কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ২২ সদস্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কার্নিভাল কমিটি

সভাপতি: নিশাত জাহান চৌধুরী

সহ-সভাপতি: তানজিনা আক্তার রেশমী

সাধারণ সম্পাদক: শাহিদা বিনতে আতিক

অর্থ সম্পাদক: নাইমা বেগম, তবিবা রহমান

সাংগঠনিক সম্পাদক: পরমা দেব পূজা 

সাংস্কৃতিক সম্পাদক: ঐন্দ্রিলা চাকলাদার, সূচনা দেব, মুনতাহা সরকার

সমন্বয়কারী: সৈয়দা শায়লা নওরীন, আয়েশা ইসলাম

প্রচার সম্পাদক: সাদাফ মাইশা, হিয়া সেনগুপ্তা

সাজসজ্জা সম্পাদক: জান্নাতুল শারমিন নিছা, সৃষ্টি দত্ত 

কার্যকরী সম্পাদক: সুমাইয়া আক্তার, নন্দিতা পাল, আমেনা খানম, পাপিয়া সূত্রধর, ঐশী রায়, প্রাপ্তিয়া দেব, সাদিয়া নুর

আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কানির্ভালকে সামনে রেখে সংবাদ সম্মেলন

উল্লেখ্য, আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কার্নিভাল অনুষ্ঠানটি আয়োজিত হবে। অনুষ্ঠানটিকে সামনে রেখে স্কুল চত্ত্বরে রেজিস্ট্রেশন বুথ খোলা আছে। এছাড়া বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন চলমান রয়েছে।

রেজিস্ট্রেশন ফি
প্রাক্তন শিক্ষার্থী : ৮০০ টাকা 
অতিথি (মা,বোন,মেয়ে) : ৭০০ টাকা 
উল্লেখ্য, ১০ বছরের কম ছেলে শিশুর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে ফি : ৩০০ টাকা 

রেজিস্ট্রেশন যেভাবে করবেন
স্কুল প্রাঙ্গণ : প্রতি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার (বিকেল ৩ টা থেকে ৪ টা) 
বিকাশ :  ০১৭০৫৫০৮৮৬১
ব্যাংক : জনতা ব্যাংক-০১০০২০৯০১৩২১০

যারা রেজিস্ট্রেশন করতে পারবেন 
 ১৯৩২ থেকে ২০২১ সালের প্রাক্তন শিক্ষার্থীরা। 

রেজিস্ট্রেশনের শেষ সময়
৩১ ডিসেম্বর ২০২১ 

আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল ২০২২’, রেজিস্ট্রেশন চলছে

আগামী ১৮ ফেব্রুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। অনুষ্ঠানটি সফল করার জন্য কমিটর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আইনিউজ/এসডিপি 

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ