Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ১৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৪০, ১৭ ডিসেম্বর ২০২১

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কানির্ভালকে সামনে রেখে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে  ‘কানির্ভাল ২০২২' উদযাপনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কার্নিভাল আয়োজক কমিটি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন কার্নিভাল কমিটির সভাপতি নিশাত জাহান চৌধুরী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক সুষ্মিতা দেব পূজা।

এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নূরজাহান সোয়ারা, আতেকা বেগম, ফাতেমা জোহরা, নুসরাত জাহান বেবী ও রাহেলা পারভীন। 

কার্নিভাল কমিটির লিখিত বক্তব্যে বলা হয়, মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে ‘কানির্ভাল ২০২২। অনুষ্ঠানটি ২০২০ সালের ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। তাই ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রাক্তন শিক্ষার্থীদের জন্য স্কুল চত্ত্বরে রেজিস্ট্রেশন বুথ খোলা আছে। প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এছাড়া  বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন চলমান রয়েছে। 

কানির্ভাল অনুষ্ঠানটি ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে। যাতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। অনুষ্ঠানটি সফল করার জন্য কমিটর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার দুপুর ২ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। দুপুর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত অতিথি এবং প্রাক্তন শিক্ষার্থীদের বক্তৃতা এবং লটারি অনুষ্ঠিত হবে।  বিকেল ৩.৩০ টা থেকে ৪ টা পর্যন্ত স্মৃতিচারণ।  বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ফটোশুট। সন্ধ্যা ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ছাত্রীদের পরিবেশনা। সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এরপর রাত ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ব্যান্ড এবং খাবার পরিবেশন করা হবে। রাত ৯ টা থেকে ৯.৩০ পর্যন্ত ফানুশ এবং আতশবাজি। রাত ৯.৩০ টা থেকে ডিজে এবং ধামাইল অনুষ্ঠিত হবে। অতঃপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

চলছে রেজিস্ট্রেশন

প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন বুথ আবার খোলা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল চত্ত্বরে রেজিস্ট্রেশন করা যাবে। তবে যারা স্কুলে আসতে পারবেন না তারা বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। 

রেজিস্ট্রেশন ফি

প্রাক্তন শিক্ষার্থী : ৮০০ টাকা 
অতিথি (মা,বোন,মেয়ে) : ৭০০ টাকা 
উল্লেখ্য, ১০ বছরের কম ছেলে শিশুর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে ফি : ৩০০ টাকা 

রেজিস্ট্রেশন যেভাবে করবেন

স্কুল প্রাঙ্গণ : প্রতি শুক্রবার (সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা) 
বিকাশ :  ০১৭০৫৫০৮৮৬১
ব্যাংক : জনতা ব্যাংক-০১০০২০৯০১৩২১০

যারা রেজিস্ট্রেশন করতে পারবেন 

 ১৯৩২ থেকে ২০২১ সালের প্রাক্তন শিক্ষার্থীরা। 

রেজিস্ট্রেশনের শেষ সময়

৩১ ডিসেম্বর ২০২১ 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ