Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ১৯ জুলাই ২০২২
আপডেট: ২০:০৪, ১৯ জুলাই ২০২২

মৌলভীবাজারে বিদ্যুতের লোডশেডিং সময়সূচি জেনে নিন

ডিজেলে চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধের ফলে এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেবে। বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তাই প্রাথমিকভাবে এক ঘন্টা করে লোডশেডিং দেয়ার কথা ভাবছে সরকার। ঘাটতি পূরণ না হলে দুই ঘন্টা করে দেয়া হবে।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদুৎ, জ্বালানি ও খনিজসস্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎপ্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে আমরা এক ঘণ্টা লোডশেডিং দেব। এতে ঘাটতি না কমলে দুই ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এলাকাভিত্তিক প্রাথমিক একটি রুটিন করেছি। তবে এনএলডিসি হতে লোড বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে পিডিবি মৌলভীবাজার অফিসের আওতাধীন এলাকার সম্ভ্রাব্য লোডশেডিং সিডিউল। বরাদ্দকৃত লোডের পরিবর্তন ও কারিগরী প্রয়োজনে এর পরিবর্তন হতে পারে।

সেই সিদ্ধান্তের আলোকে মৌলভীবাজারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ এর আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিংয়ের সময়সূচি নির্ধারণ করেছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান মৌলভীবাজারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। মৌলভীবাজার সদর ও শহরতলীর কখন কোথায় বিদ্যুৎ থাকবে না এই তথ্য জানিয়েছে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ। 

লোড-শেডিংয়ের সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণের প্রকৌশলী হাবিবুর বাহার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এলাকাভিত্তিক প্রাথমিক একটি রুটিন করেছি। তবে এনএলডিসি হতে লোড বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে পিডিবি মৌলভীবাজার অফিসের আওতাধীন এলাকার সম্ভ্রাব্য লোডশেডিং সিডিউল। বরাদ্দকৃত লোডের পরিবর্তন ও কারিগরী প্রয়োজনে এর পরিবর্তন হতে পারে। উৎপাদনে বেশি ঘাটতি না হলে আমরা চেষ্টা করবো এই রুটিন ফলো করতে। তবে ঘাটতি বেশি হলে এই সময়ের ব্যত্যয় ঘটতে পারে। অথবা ঘাটতি কম হলে তার চাইতেও কম সময় লোডশেডিং হতে পারে। তবে এই শিডিউল শতভাগ নিশ্চিত নয় বলে জানান তিনি।

গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়ে হাবিবুর বাহার আইনিউজকে বলেন, বিদ্যুৎ অপচয় রোধ করে লোডশেডিং অনেকটা এড়ানো সম্ভব। মৌলভীবাজার সদরের আওতায় ২৮ হাজার গ্রাহকের জন্য বিদ্যুৎ এর চাহিদা ১৫ মেগাওয়াট।

এলাকার নাম ও সময়সূচি

  • বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে- সার্কিট হাউজ থেকে ফিডারের সার্কিট হাউজ ফাটাবিল ও কোর্ট রোড এলাকায় রাত ৯টা থেকে ১০ পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • শমসেরনগর রোড ফিডারের শমসেরনগর রোড, কাশিনাথ এলাকা, সৈয়ারপুর মাইজপাড়া, মাতারকাপন ধনশ্রী এলাকায় সকাল ৯টা থেকে ১০টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • কুসুমবাগ ফিডারের সেন্ট্রাল রোড, কুসুমবাগ, বেরিরপাড়, বড়হাট, ও জুগিডহর এলাকায় সকাল ১১টা থেকে ১২টা ও বিকাল ৩টা থেকে ৪টা এবং বিকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • পশ্চিমবাজার ও গীর্জাপাড়া ফিডারের মুসলিম কোযার্টার, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, সুলতানপুর, সাইফুর রহমান রোড, গীর্জপাড়া, সাবিয়া, চৌমুহনা এলাকায় দুপুর ১২.০০-০১.০০, বিকাল ০৪.০০-০৫.০০, রাত ০৮.০০-০৯.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • চাদঁনীঘাট ফিডারের চাদঁনীঘাট, ইসলামপুর, উ. মুলাইম, একাটুনা, কালার বাজার এলাকায় সকাল ১০.০০-১১.০০, দুপুর ০২.০০-০৩.০০, সন্ধ্যা ০৭.০০-০৮.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • ডিসি অফিস ফিডারের ডিসি অফিস, বনবিথী, উত্তর কলিমাবাদ এলাকায় সকাল ০৭.০০-০৮.০০, রাত ০৯.০০-১০.০০।
  • কাজিরগা্ও ফিডারের চুবড়া রোড, কাজিরগা্ও, দক্ষিণ কলিমাবাদ এলাকায় রাত ০১.০০-০২.০০, সকাল ০৭.০০-০৮.০০, বিকাল ০৪.০০-০৫.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • ধরকাপন ফিডারের ধরকাপন, গোবিন্দশ্রী, শ্রীমঙ্গল রোড, সিলেট রোড, শেখের গাওঁ, হিলালপুর এলাকায় রাত ০২.০০-০৩.০০, সকাল ১০-.০০-১১.০০, সন্ধ্যা ০৬.০০-০৭পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • সদর হাসপাতাল ফিডারের সদর হাসপাতাল, জগন্নাথপুর, লঘুনন্দনপুর, ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় রাত ০১-.০০-০২.০০, সকাল ০৮.০০-০৯.০০, সন্ধ্যা ০৫.০০-০৬.০০পর্যন্ত লোডশেডিং থাকবে।
  • সোনাপুর ফিডারের বনশ্রী, বড়বাড়ী, সোনাপুর, টিবি হাসপাতাল রোড, বর্ষিজোড়া এলাকায় রাত ০৩.০০-০৪.০০, সকাল ০৯.০০-১০.০০, রাত ০৭.০০-০৮.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।

আরও পড়ুন : কানাডার পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা মৌলভীবাজারের ডলি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী জানান, এনএলডিসি হতে লোড বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে পিডিবি মৌলভীবাজার অফিসের আওতাধীন এলাকার সম্ভ্রাব্য লোডশেডিং সিডিউল। বরাদ্দকৃত লোডের পরিবর্তন ও কারিগরী প্রয়োজনে এর পরিবর্তন হতে পারে।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’ 

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়