নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:৩৯, ৭ ডিসেম্বর ২০২৩
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের জন্ম-মৃত্যুবার্ষিকী পালন করবেন জিল্লুর রহমান
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি- আই নিউজ
এলাকায় নির্বাচিত হয়ে আসলে জেলার কিংবদন্তী আওয়ামী লীগ নেতা স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী জেলায় বড় আকারে পালন করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার নতুন এ মাঝি।
মতবিনিময় সভায় মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মরহুম আজিজুর রহমান সাহেব শুধু মৌলভীবাজারের নয় দেশের গৌরব। তিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। এ অঞ্চলের গণমানুষের নেতা তিনি। আজকে তাঁর মৃত্যুবার্ষিকী আমরা তেমন কোনও বড় আয়োজন দেখি না। আমি নির্বাচিত হয়ে আসলে জেলায় বড় করে আয়োজন করে এই গণমানুষের নেতার মৃত্যুবার্ষিকী পালন করবো।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মৌলভীবাজার জেলার উন্নয়ন নিয়ে মাস্টারপ্ল্যান নিয়ে সাংবাদিকদের অবহিত করেন। একটি স্মার্ট জেলা ও স্মার্ট সংসদীয় আসন করতে চান। মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্বাবদ্যালয়, চার লেন রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সাইফুর রহমান বাবুল, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এক নজরে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কর্মময় জীবন
মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়ক ও কমান্ডার হিসেবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রাদেশিক পরিষদের সদস্য আজিজুর রহমান অবিস্মরণীয় অবদান রেখেছেন।
একজন প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডার হিসেবে তিনি ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মহকুমা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করেন উল্লেখ করেন। স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।
সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী আজিজুর রহমান ১৯৯১ সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ হিসেবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের রাজনীতিতে তার অসামান্য অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’