Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ২৩ ডিসেম্বর ২০২৩

বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা 

দুই দিনের এ আয়োজনে আছে নানা ধরনের গ্রামীণ খেলাধুলা। ছবি- আই নিউজ

দুই দিনের এ আয়োজনে আছে নানা ধরনের গ্রামীণ খেলাধুলা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামে চলছে দুই দিনব্যাপী ২০ তম বিজয় উৎসব অনুষ্ঠান। গ্রামীণ খেলাধুলা, নাচ-গান আর নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রামের মানুষের মধ্যে মেতে ওঠেছেন গ্রামের বৃদ্ধ, যুবক, যুবতী, সবাই। দলবেঁধে দোকানিরা এসে সেই আয়োজনকে ঘিরে সাজিয়েছে খাদ্য ও পণ্যের মেলা। সব মিলে গোটা প্রাঙ্গণ জুড়ে বসেছে হারাতে বসা ঐতিহ্যবাহী লোকজ মেলা।

রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের বালিগাঁও গ্রামে শুক্রবার (২২ ডিসেম্বর) শুরু হয়েছে বিজয় উতসব-২০২৪। আয়োজনে লোকজ উৎসব, গ্রামীণ মেলা ও খেলাধুলার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং গ্রাম-বাংলার এক চমৎকার সমন্বয় হয়ে ওঠে এ উৎসবটি।

১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবসকে ঘিরে বালিগাঁও গ্রামের তরুণদের আয়োজনে এক যুগেরও বেশি সময় ধরে এ উৎসব হচ্ছে। প্রতিবারের মতো এবারও ২২-২৩ ডিসেম্বর দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে উৎসব। 

উৎসবের প্রথম দিন সন্ধ্যার পরে শুরু হয় গ্রামের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান। যেখানে বঙ্গবন্ধুর বিখ্যাত ৭ মার্চের ভাষণ দিয়ে শোনান এক ক্ষুদে শিক্ষার্থী। তারপর আরও একদল ক্ষুদে নৃত্যশিল্পী পরিবেশন করেন নৃত্য। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট বেতার, টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমে গান গাওয়া শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। প্রথম দিন সঙ্গীত পরিবেশন করেন রথী বাউল, শ্যামলাল গোসাঁই, পিংকী দাশ, নির্বেন্দু নির্ধ্বুত, সুরণ, জয়দ্বীপ রাজু, এলাকার কীর্তিমান শিল্পী ফরমান আলী প্রমুখ।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে উৎসবের শেষ দিনের আয়োজন। শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে থাকবেন সিলেটসহ বিভিন্ন জায়গায় শিল্পীরা। 

বিজয় উৎসবের আয়োজকরা জানান মুক্তিযুদ্ধে একজন শহীদের নামে এলাকায় একটি পাঠাগার রয়েছে। সেই ‘শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার’ কর্তৃক বিজয় উৎসবের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্ম সম্পৃক্ত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে এটাই আমাদের উদ্দেশ্য।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়