Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ২৯ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:০৮, ২৯ অক্টোবর ২০২১

এবার যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন সাবেক ডিসি নাজিয়া শিরিন

বালুমহালের ইজারার টাকাসংক্রান্ত দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছিলো মৌলভীবাজার ও নীলফামারীর সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিনের বিরুদ্ধে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ অভিযোগের তদন্ত করে, সত্যতাও পাওয়া যায়। তাতে বেতন বৃদ্ধি বন্ধের লঘুদণ্ড পান নাজিয়া শিরিন, তবে রাষ্ট্রপতির কাছে আবেদন করায় সে দণ্ডও ক্ষমা করে দেওয়া হয়। এবার এই নাজিয়া শিরিনই পেয়েছেন সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি।

শুক্রবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের সূত্রে জানা যায়- জনপ্রশাসনে ২১৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে আছেন সাবেক ডিসি নাজিয়া শিরিনও।

নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের পদায়ন করা হয়নি।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত আছেন। ১০ জন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্মসচিবের মোট সংখ্যা হলো ৮০৩ জন। যুগ্মসচিবের নিয়মিত পদের সংখ্যা ৪০০-এর কিছু বেশি।

এছাড়াও জানা যায়, এবার যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল ২০তম ব্যাচ। বিবেচনায় এসেছেন এর আগের পদোন্নতি বঞ্চিতরাও। এত সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির পর বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে।

নাজিয়া শিরিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এদিকে, নব পদন্নোতি পাওয়া সাবেক ডিসি নাজিয়া শিরিন সম্প্রতি পেয়েছেন রাষ্ট্রপতির ক্ষমা। বালুমহালের ইজারার টাকাসংক্রান্ত দুর্নীতির অভিযোগ পাওয়া যায় তার নামে। এর প্রেক্ষিতে তদন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়, তদন্তে নাজিয়া শিরিনের বিরুদ্ধে অসদাচারণ প্রমাণিত হয়। 

তদন্তে অসদাচারণ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নাজিয়া শিরিনের বেতন বৃদ্ধি বন্ধের লঘুদণ্ড দেওয়া হয়। নাজিয়া শিরিন এই দণ্ডাদেশ বাতিলের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। রাষ্ট্রপতি তাঁর দণ্ডাদেশ বাতিল করে দেন। এ বিষয়ে আইনিউজে বিস্তারিত...

এক গেজেট প্রকাশ করে নাজিয়া শিরিনের দণ্ডাদেশ বাতিলের তথ্য জানানো হয়েছে।

গেজেটের তথ্যানুসারে, তিনি নীলফামারীর জেলা প্রশাসক থাকাকালে জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী এলাকায় তিস্তা নদীর ওপর বালুমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে ইজারাগ্রহীতার চেক ব্যাংকে জমা না দিয়ে ইজারার টাকা পাওয়া গেছে বলে চুক্তি করেন। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ এনে গত বছর বিভাগীয় মামলা হয়। এরপর তাঁকে গত বছর ১৩ আগস্ট কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। গত বছর ৭ অক্টোবর নাজিয়ার ব্যক্তিগত শুনানিতে তাঁর মৌখিক ও লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় বিভাগীয় মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত কর্মকর্তা চলতি বছর ৮ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে নাজিয়া শিরিনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। তবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

তাঁর বিরুদ্ধে অসদাচরণ প্রমাণিত হওয়ায় অভিযোগের গুরুত্ব ও সার্বিক বিষয় পর্যালোচনা করে তাঁকে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়। এই দণ্ডাদেশের বিরুদ্ধে নাজিয়া রাষ্ট্রপতির কাছে আপিল করেন। রাষ্ট্রপতি নাজিয়ার দণ্ডাদেশ বাতিল করে তাঁকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেন। 

এর পর নাজিয়া শিরিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে কর্মরত ছিলেন।

নাজিয়া শিরিন

ডিসি নাজিয়া শিরিন ২০তম বিসিএস ক্যাডার হিসেবে ২০০১ সালে যোগদেন ম্যাজিস্ট্রেট হিসেবে। প্রথম কর্মস্থল ছিলো ঢাকায়। এরপর ২০১৩ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। পরে দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে। সেখান থেকে ২০১৮ সালের ৯ আগস্ট ডিসি হিসেবে যোগ নীলফামারিতে। 

বদলী ও নিয়োগ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২০১৯ সালের ১১ জুন এক আদেশে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ শাহীন ইমরান। একই প্রজ্ঞাপনে আরো ১৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এসময় নাজিয়া শিরিন নীলফামারী থেকে বদলী হয়ে আসেন মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে।

পরে ২০২০ সালের ২৫ জুন নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। এতে মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয় মীর নাহিদ আহসানকে। মীর নাহিদ আহসান এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে ছিলেন। তিনি এখনও মৌলভীবাজারে দায়িত্বরত রয়েছেন। 

আইনিউজ/এসডি

চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন

মৌলভীবাজার পৌরসভায় চলছে ৫৫ কোটি টাকার কাজ, মার্চে শেষ হবে সেন্ট্রাল রোডের কাজ

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়