নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার
হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক এক সেমিনার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এটি মূলত সিলেট বিভাগের চার জেলাসহ হাওরাঞ্চলের সাত জেলার মসজিদের ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)র একটি প্রকল্প।
সিলেট বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইফা। এই সাত জেলা নিয়েই দেশের হাওরাঞ্চল। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ছাড়াও কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা, অষ্টগ্রাম, বাজিতপুর, ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, কটিয়াদী, কুলিয়ারচর, নিকলী, পাকুন্দিয়া ও তাড়াইল, নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও কলমাকান্দা ও মদন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া, নাসিরনগর ও সরাইল উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প।
আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ারুল কাদির ও অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হাওরাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ শীর্ষক এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৮৭ লাখ টাকা। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নাধীন এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন ২৫ হাজার ইমাম। প্রকল্পের আওতায় ইমামরা প্রতি শুক্রবার জুমার নামাজে জীববৈচিত্র্য বিষয়ক খুতবা ও বয়ান (বক্তব্য) পেশ করবেন। এজন্য খুতবাপ্রতি বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১৫০ টাকা যা বিশিষ্টজনদের মতে হাস্যকর।
- আরও পড়ুন - আঙ্গিনা পরিষ্কারে মিলবে পুরস্কার
মৌলভীবাজারের জীববৈচিত্র্য সমৃদ্ধ হাওর, পাহাড় ও বনাঞ্চল সংরক্ষণে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনা হয়। এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে আলোচনা করা হয়।
আইনিউজ।এমজিএম
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি