Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২:২১, ২৭ জুন ২০২২

বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জে ৭ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার শাহিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির সামনে বন্যার পানিতে শিশুটি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার বদরুজ্জামান উজ্জ্বল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলে মারা যায়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ