Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ৬ ডিসেম্বর ২০২১

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত

সোমবার (৬ ডিসেম্বর) সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস। প্রতিবারের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে দিবস পালন করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন এর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকা প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুন- সিলেটের কৃতি সন্তান তোফায়েল সামি আর নেই

এসময় শোভাযাত্রায় যুদ্ধাপরাধী রাজাকার দালালদের বিচারের দাবিতে ফাঁসি মঞ্চের ডিসপ্লে প্রদর্শনসহ বিশাল জাতীয় পতাকা নিয়ে প্রদক্ষিণ করেন মুক্তিযোদ্ধারা। 

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন এবং বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী বীরপ্রতিকসহ অন্যান্যরা। 

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসানের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।

আরও পড়ুন- চেয়ারম্যান পদের মনোনয়নপত্র নিলেন শাল্লার ঝুমন দাস

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হোসেন বলেন,  বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এ জন্য বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানাই। দেশ স্বাধীন না হলে আজ আমরা পরাধীন থাকতাম। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দিয়ে যাচ্ছেন। তাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকা করেছেন। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছেন।

বর্ণিত এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুধীবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এমআর/এসডিপি 

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ