Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬, ৯ মার্চ ২০২৩

তাহিরপুরে পূর্ব বিরোধের জের ধরে হামলা-ভাংচুর 

তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাাড়ালা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে অপর একটি পরিবারের বাড়িঘর ভাংচুর ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (৮ মার্চ) বিকেলে তাহিরপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শাহ আলম। 

মাড়ালা গ্রামের চিহ্নিত দাঙ্গাবাজ ও একাধিক  হত্যা মামলার আসামি পরিবারের সদস্য মারফুল মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাড়ালা গ্রামের  মো. শাহ আলম ও একই গ্রামের মারফুল মিয়াদের মধ্যে পুর্ব বিরোধিতা ছিলো। সেই জেরে বুধবার সকাল ৬ টায় শাহ আলমের বসত বাড়িতে মারফুল মিয়া লোকজন নিয়ে উপস্থিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় শাহ আলমের পরিবারে থাকা লোকজন ঘরে ঘুমে ছিলো। 

এ সময় মারফুল মিয়া ও মারফুল মিয়ার ছেলে নাজমুল ও নাসির  ধারালো অস্ত্র দিয়ে শাহ আলমের বসত ঘরে টিনের বেড়ায় কুপিয়ে ও লোহার শাফল দিয়ে ঘর ভাংচুর করে। হামলাকারীদের ভয়ে শাহ আলম  ও তার পরিবারের লোকজন বসত ঘরের পিছনের দরজা দিয়া বের হয়ে দূরে চলে যায়। 

এদিকে ভাঙচুর-হামলার পর হামলাকারীরা ঘরে বালিশের নিচে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় শাহ আলম ও তার পরিবারের লোকজনকে পরবর্তীতে পেলে খুন করার হুমকি দেয় হামলাকারীরা। 

এ বিষয়ে অভিযুক্ত মারফুল মিয়া জানান, টাকা পাওনার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, কারো বসতঘর ভাংচুর করা হয়নি। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, বসতঘরে হামলা ও ভাংচুর করার লিখিত অভিযোগ পেয়েছি।  অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আই নিউজ/এইচএ 


 আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়