Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ২৮ জুন ২০২০
আপডেট: ১৫:৩৩, ২৮ জুন ২০২০

চারদিনের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

জরুরী মেরামত কাজের জন্য চারদিনের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু বন্ধ থাকবে।

রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।

তিনি জানান, আগামী ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্থ ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। 

এক্ষেত্রে সিলেট সড়ক ও জনপদ বিভাগ সকল প্রকার যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এরজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ