Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪৫, ৬ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে দুই কৃষক পেলেন ৩১ লাখ টাকার কম্বাইন হারভেস্টার মেশিন

কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

মৌলভীবাজারে দ্রুত বোরো ধান ঘরে তুলতে সরকারি ভর্তুকির ২ টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার উপজেলা পরিষদ চত্বরে দুই কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্ত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আফজল মিয়া ও নাজিরাবাদ ইউনিয়নের মুহিত আহমদকে  কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হারভেস্টার প্রতিটি মেশিনে মূল্য ৩১ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়