Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ২৪ জুলাই ২০২১
আপডেট: ২১:২৭, ২৪ জুলাই ২০২১

জাফলংয়ে বেড়াতে এসে নিখোঁজ, তিন দিন পর মিলল লাশ

সিলেটের জাফলংয়ে নিখোঁজের তিন দিন পর ইমরান আহমদ নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে জাফলংয়ের পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমরান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় ফজরগঞ্জ মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসেন ইমরান। সেদিন জাফলং জিরো পয়েন্টে পিয়ান নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান তিনি। 

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, নিখোঁজ পর্যটক ইমরান আহমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে বন্ধুদের সঙ্গে জাফংলয়ে বেড়াতে আসেন ইমরান। জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের মধ্যে তলিয়ে যান তিনি। এরপর গত দুদিন অনেক চেষ্টা চালিয়েও তাকে খোঁজে পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ