Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:২০, ৩০ জুলাই ২০২১

সিলেটে একদিনে রেকর্ড ৮০২ করোনা রোগী শনাক্ত

লকডাউনের মধ্যে সারাদেশের মতো সিলেট বিভাগেও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৩ নমুনা পরীক্ষা করে নতুন ৮০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৭৫ শতাংশ। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 

একই সময় মারা গেছেন ১৭ জন করোনা রোগী। এর মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা, অপর ৩ জন মৌলভীবাজারের। তাছাড়া সুস্থ হয়েছেন ৪১৩ জন। তথ্যগুলো শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে। 

নতুন শনাক্তের মধ্যে  ৪১৩ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ১২১ জন, হবিগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৬৬ জন রয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১১৬ জনে।

সিলেট বিভাগে করোনায় মোট মারা গেছেন ৬৮৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ৫৩৮ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৫৯ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ