Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ১০ আগস্ট ২০২১
আপডেট: ১৩:৪৩, ১১ আগস্ট ২০২১

সিলেটে একদিনে আরও ৫৯০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৭

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৯০ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১৭ জন। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০৭ জন।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৯০ জনের মধ্যে ২৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১০৫ জন, হবিগঞ্জের ১০১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬৭ জন। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৬ হাজার ৪৫৪ জন।

একদিনে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৭ জনই সিলেট জেলার, হবিগঞ্জে একজন ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জন রোগী করোনায় মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় ৮২২ জনের মৃত্যু হলো। 

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩০৭ জনের মধ্যে ২১২ জন সিলেট জেলার, ৬৫ জন সুনামগঞ্জ, ২ জন হবিগঞ্জ এবং ২১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৩ হাজার ৮৩৭ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ