Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ২০:০৮, ১৭ আগস্ট ২০২১

সিলেটে করোনায় মারা গেলেন আরও ১৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত আরও ৩৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জনই সিলেট জেলার। বিভিন্ন জেলার আরও ৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬৪ জন, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৩৭ এবং মৌলভীবাজারে ৩২ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬২৮ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৯ জন। 

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭৫৮  জনের মধ্যে  ৪১৫ জন সিলেট জেলার, ১২৩ জন সুনামগঞ্জে, ৭৮ জুন হবিগঞ্জে, ১৩৭ জনমৌ লভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৭ হাজার ৭৯৫ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ