Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ২৫ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১৩, ২৫ আগস্ট ২০২১

করোনা: সিলেটে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২২ টি নমুনা পরীক্ষা করে আরও ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। তবে একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৪৫৬ জন। অর্থাৎ আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ। 

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার পর্যন্ত সিলেটে করোনায় দশ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে করোনাকে জয় করেছেন আরও ৪৫৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৯ জন, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৫৫ জনে।

একদিনে মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজনই সিলেট জেলার। একজন সুনামগঞ্জের বাসিন্দা। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও একজন। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৫ জন।

সুস্থ হওয়া ৪৫৬ জনের মধ্যে ৩২৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৮৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৩৭ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯১ জনে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ