Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২১

সিলেট মহানগর পুলিশের দুই ওসিসহ ১১ জনকে বদলি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। রোববার (০৫ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিশারুল আরিফ বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনাতে তাদের বদলি করা হয়েছে। ওসি ছাড়াও বদলি তালিকায় দুজন ফাঁড়ি ইনচার্জ, চারজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল রয়েছেন বলেও জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ ও দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলামকে ঢাকায় সিআইডিতে বদলি করা হয়েছে।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামানকে এপিবিএনে, কোতোয়ালি থানার এসআই মামুনুর রশীদ ও মহানগর গোয়েন্দা পুলিশের এসআই এস আবু রায়হান নূরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, এএসআই মাহফুজ আহমদকে এপিবিএনে এবং নজিবুর রহমানকে খুলনা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। এ ছাড়া এসএমপির তিন কনস্টেবলকে শিল্পাঞ্চল পুলিশ ও এপিবিএনে বদলি করা হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েবাড়ি এসে লাশ হয়ে ফিরলেন শিশুসহ ৩ জন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ