Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২১

সিলেট মহানগর বিএনপির কমিটি ঘোষণা

নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব।

নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব।

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক এবং মিফতা সিদ্দিকীকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেন।  এর আগে পংকী সিলেট মহানগর বিএনপির সদ্য-সাবেক কমিটির সহ-সভাপতি ও মিফতা গত কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমার প্রথম লক্ষ্য হবে দলকে সাংগঠনিকভাবে উদ্যমী করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করা। 

সবশেষ ২০১৬ সালের ৭ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছিলেন। 

পরে ২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে দলীয় চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। 

নির্বাচনের পরপরই যুক্তরাজ্যে পাড়ি জমান সেলিম। এরপর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও আর দেশে ফেরেননি সেলিম। তার অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আজমল বখত সাদেক। 

দুই বছর মেয়াদী এই কমিটি তিন বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। নিস্ক্রিয় রয়েছেন অনেক নেতা। ফলে দীর্ঘদিন ধরেই নতুন কমিটি গঠনের দাবি উঠছিলো, যার প্রেক্ষিতে এই কমিটি।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ