সিলেট প্রতিনিধি
আপডেট: ২৩:৩১, ১০ ডিসেম্বর ২০২১
সিলেটে খাসি স্টুডেন্ট ইউনিয়নের নবীনবরণ ও প্রাক-বড়দিন উদযাপন

আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জন করেই আগামীর পৃথিবীতে টিকে থাকতে হবে। আর এজন্য নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টিকে বুকে ধারণ করে বিশ্বায়নের যুগে মূলধারার জনগোষ্ঠীর সাথে প্রতিযোগিতায় সফল হতে খাসি জনগোষ্ঠির প্রতিটি ছাত্র-ছাত্রীকে পরিশ্রমী ও মেধাবী হতে হবে।
শুক্রবার (১০ডিসেম্বর) দিনব্যাপী সিলেটের কারিতাস এর সম্মেলন কক্ষে খাসি স্টুডেন্ট ইউনিয়ন আয়োজিত বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া খাসি জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও প্রাক-বড়দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল এ কথাগুলো বলেন।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে আসছে জলের গান
খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি এলিজ্যাক তাংসং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু রুপসীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রিক সুয়ের ও লভিংসন পঃস্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সি পাটুয়াট, সানডে পঃডুয়েং, রিয়া রেখেলেম, মারকুস পাপাং, বিজয় সুছিয়াং প্রমূখ।
আরও পড়ুন- মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল আরো বলেন, দূর্গম পাহাড় টিলা ও সীমান্ত এলাকায় কঠোর পরিশ্রম করে প্রকৃতির সাথে মানিয়ে পরিবেশ ও জৈব বৈচিত্র্য রক্ষা করে টিকে থাকার সংগ্রামের পাশাপাশি দেশের মূলধারায় অবস্থান সুসংহত করতে না পারলে মৌলিক ও মানবাধিকার পুরোপুরি ভোগ করা সম্ভব হবে না।
তিনি খাসিয়া পুঞ্জি সমূহে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট দাবি জানান। এছাড়া সামাজিক বনায়নের নামে কোনো খাসিয়া পরিবার যাতে বাস্তুচ্যুত না হন ও তাদের জীবন-জীবিকা যাতে হুমকির সম্মুখীন না হয় সেজন্য সরকার সুদৃষ্টি কামনা করেন।
আরও পড়ুন- বড়লেখায় পত্রিকা এজেন্সির ম্যানেজারকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে নির্যাতন
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খাসি জনগোষ্ঠির অবদানের বর্ননা করে ড. জহিরুল হক শাকিল বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের মূলধারার নাগরিকদের ন্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের সদস্যদের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধায় প্রবেশাধিকার নিশ্চিত করার মধ্যে মুক্তিযুদ্ধের সুফল নিহিত।
উল্লেখ্য, বাংলাদেশ তথা সিলেটের অন্যতম একটি জাতিগোষ্ঠি খাসি। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই খাসিদের বসবাস করলেও মূলত ভারতের মেঘালয় রাজ্যই হচ্ছে খাসি বা খাসিয়াদের প্রধান অবস্থান। সেখানে দশ লাখেরও বেশি আর বাংলাদেশে ২০ হাজারের মতো খাসিদের বসবাস। হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, রাজনগর, সুনামগঞ্জের তাহিরপুর ও সিলেটের তামাবিল সীমান্তবর্তী জৈন্তাপুর ও জাফলং এলাকায় খাসিয়া পুঞ্জিগুলোর অবস্থান। খাসিদের আদি ধর্ম থাকলেও বর্তমানে প্রায় ৯৮ শতাংশ খাসিয়া খ্রীস্টান ধর্মাবলম্বী। মিশনারী গুলোর মাধ্যমে আধুনিক ইংরেজী মাধ্যমের শিক্ষায় শিক্ষিত হচ্ছে নতুন প্রজন্ম। প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ জনগোষ্ঠীর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেন। খাসি স্টুডেন্ট ইউনিয়ন নামে এদের একটি ছাত্র সংগঠন রয়েছে। এ সংগঠন তাদের জাতিগোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু