Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২০:৪৬, ১৩ জানুয়ারি ২০২২

ফেইক আইডি দিয়ে প্রেম করে ভারত থেকে আসামি ধরলো পুলিশ

ধর্ষণ মামলার আসামি সুজিত নম বিশ্বাস (২২) পালিয়ে ছিলেন ভারতে। অভিনব কায়দায় তাঁকে গ্রেফতার করেছে সিলেটের জৈন্তাপুর থানার পুলিশ। ফেসবুকে ফেইক আইডি খুলে প্রেমিকা সেজে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২০২০ সালের ১৮ জুন জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজিতের বিরুদ্ধে মামলা করা হয়। তবে ধর্ষণ মামলার আসামি সুজিতকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়েও ব্যর্থ হয়। তিনি পলাতক ছিলেন।

পরে পুলিশ জানতে পারে, সীমান্ত পেরিয়ে সুজিত ভারতে চলে গেছেন। 

ধর্ষণ মামলাটির তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমদ তাঁকে ধরতে এক অভিনব কায়দা অবলম্বন করেন। ফেসবুকে ফেইক আইডি খুলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি ওই আসামির সাথে। প্রেমের একপর্যায়ে প্রেমিকা হিসেবে একবারের জন্যও দেখা করার আবদার করেন ওই পুলিশ কর্মকর্তা। আর তাতেই কপাল ভেঙেছে আসামি সুজিতের।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে জৈন্তাপুরের শ্রীপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেন তিনি। এ সময় ওই এলাকায় অবস্থান করা সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

শপথ নিলেন মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র

মৌলভীবাজারের বড়লেখার ছেলে ইবাদত বাংলাদেশের ইতিহাস গড়ে দিল

রাজনগর উপজেলার বালিগাঁওয়ে গ্রামীণ মেঠোপথে বিজয় র‌্যালী

রাজনগর ও বড়লেখা নব-নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়