Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

সিলেট প্রতিনিধি :

প্রকাশিত: ২০:৪৫, ২২ মে ২০২২

সিলেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভ‚মি সেবা গ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ১৯ থেকে ২৩ মে উদযাপিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২২। রোববার সিলেটে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে সেবাবুথসমূহ পরিদর্শন করেন।

জনসাধারণের মধ্যে ভ‚মি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভ‚মি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে দেশে শুরু হয় ‘ভ‚মি সেবা সপ্তাহ’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২৩ মে পর্যন্ত সারাদেশে এ সপ্তাহ উদযাপন করা হবে। এতে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খলিলুর রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ