নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ১১:২০, ১৫ জুন ২০২২
কে হবে বিয়ানীবাজারের নতুন মেয়র?

আজ বুধবার (১৫ জুন) বিয়ানীবাজার পৌরসভায় শুরু হয়েছে নতুন মেয়র নির্বাচনের ভোট। আজ আবার মেয়র বাছাই করবেন বিয়ানীবাজার পৌরভাবাসী। সিলেটের প্রবাসী অধূষিত এই পৌরসভায় কে হবেন পৌরসভার নতুন মেয়র এনিয়ে চলছে গুঞ্জন। এ পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রযুক্তিতে ভোট প্রদান করবেন পৌরসভার ভোটাররা।
বুধবার সকাল ৮ থেকে শুরু ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন অফিস। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিয়ানীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিয়ানীবাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৯৩ জন ভোটার। এবার এখানে মেয়রা প্রার্থী হয়েছেন ১০ জন। এরমধ্যে তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী। এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী, সদ্য বিয়ায়ী মেয়র আব্দুস শুকুর।
অন্য নয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহবাবুর রহমান সাজু (কম্পিউটার), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক (চামচ) ও আব্দুল কুদ্দুছ টিটু (হেলমেট), স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুস সামাদ আজাদ (হ্যাঙ্গার), মোহাম্মদ অজি উদ্দিন (নারিকেল গাছ) মোহাম্মদ আব্দুস সবুর (মোবাইল ফোন), সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন (জগ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সুনাম উদ্দিন (লাঙল) এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম (কাস্তে)।
আইনিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু