Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ জুন ২০২৫,   আষাঢ় ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ২৬ নভেম্বর ২০২৩

সিলেটে মিলল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান 

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে একটি জোনে গ্যাসের সন্ধান মিলেছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই জোনে বড় ধরনের গ্যাসের মজুত পাওয়া যেতে পারে। 

সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হরিপুর গ্যাসক্ষেত্রের ১০ নং কুপে নতুন এই গ্যাসের সন্ধ্যান পাওয়া যায়।

সিলেট গ্যাসফিল্ডসের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান রোববার (২৬ নভেম্বর) জানান, সম্পূর্ণ নতুন এই কুপটিতে গ্যাসের সন্ধান মিললো। এখানে থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, কূপ খননে ২শ’ ৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এই কুপে মজুদ গ্যাসের মূল্য ৩ হাজার ৬শ’ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর  সিলেট কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নং কুপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়