Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ২৫ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:০৯, ২৫ নভেম্বর ২০২৩

অটোমেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ডিভাইন আইটি লিমিটেডের সাথে চুক্তি

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিল (শ্রম মন্ত্রণালয়) কার্যালয়ের কার্যক্রমকে অটোমেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ডিভাইন আইটি লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এসময় চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের পক্ষে নিয়ন্ত্রক মোহাম্মদ নাহিদুল ইসলাম এবং ডিভাইন আইটি'র পক্ষে ভিপি মাহফিজুর রহমান জুয়েল এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে শহরের মৌলভীবাজার রোডস্থ চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিল অফিসের হলরুমে সহকারী নিয়ন্ত্রক (আইসিটি ও প্রসাশন) আমিনুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চা-বাগান শ্রমিক ট্রাষ্টি বোর্ডের সদস্য এম শাহ আলম, তাহসিন এ চৌধুরী, অধ্যাপক কৃষ্ণলাল কালোয়ার, আব্দুল আহাদ সজীব, রামভজন কৈরী, হাবিবুর রহমান, বিজয় হাজরা প্রমুখ। 

এ ছাড়াও, উপস্থিত ছিলেন শাহজালালবিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. এম শহীদুর রহমান, আইটি ম্যানেজার এএসএম খায়রুল আক্তার চৌধুরী, ডিভাইন আইটির প্রজেক্ট ম্যানেজার তারিক ও মোহাম্মদ সাইফুদ্দিন। 

উল্লেখ্য, শ্রম মন্ত্রণালয় অধিভুক্ত এ প্রতিষ্ঠান সারা দেশের ১৬৩টি চা বাগানের লক্ষাধিক শ্রমিকের প্রায় ৮০০ কোটি টাকার ভবিষ্য তহবিলের অর্থ সংরক্ষণ ও হিসাবকাজ সম্পাদন করে থাকে। শ্রমিক সদস্যদের জমার সম পরিমান টাকাসহ চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের প্রশাসনিক খরচ মালিক পক্ষ প্রদান করেন। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ভবিষ্য তহবিলের হিসাব কার্যক্রম সহজ হবে এবং শ্রমিকগণ তাদের ভবিষ্য তহবিলের অতি সাম্প্রতিক হিসাব দ্রুত জানতে পারবেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়