Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রকে ৫ দিন পর মৃ ত উদ্ধার

নিখোঁজ হওয়ার পর নিহত স্কুল ছাত্র মোশাররফ হোসেন (১৪)।

নিখোঁজ হওয়ার পর নিহত স্কুল ছাত্র মোশাররফ হোসেন (১৪)।

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ দিন পর মোশাররফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জকিগঞ্জ-রতনগঞ্জ রোডের পুর্ব পাশের কুছিরখালে পানিতে ওই ছাত্রের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি)  দুপুরের দিকে স্থানীয়রা মোশাররফ হোসেনের লাশ পানিতে ভাসতে দেখলে নিহতের চাচা শামীম আহমদ এসে লাশ সনাক্ত করেন। পরে বিকালে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত মোশাররফের লাশ উদ্ধার করেন। 

বর্তমানে লাশের ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নি হ ত মোশাররফ জকিগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণির ছাত্র এবং এওলাসার গ্রামের জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের পুত্র।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮ টায় পাশ্ববর্তীগ্রাম নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র মোশাররফ। তিন দিন ধরে খোঁজে কোনো সন্ধান না মেলায় গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থানায় জিডি করেছিলেন পিতা জামিল চৌধুরী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ