সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:১৭, ৬ জুলাই ২০২৪
শেষ হলো পেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্ব
১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিত অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯ তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্বের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (০৬ জুলাই) মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটে ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্বের আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশগ্রহণ করে। এর মধ্যে সিনিয়র গ্রুপে ২০ জন ও জুনিয়র গ্রুপে ২০ জনকে নির্বাচিত করা হয়।
মো. কালাম জুবায়ের নিশাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ জহিরুল হক।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, মাহফুজুল হাসান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন চেয়ারম্যান মশহুরুল আমিন, প্রফেসর (অব:) বিজিত কুমার ভট্টাচার্য্য প্রমুখ।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা করেন প্রফেসর (অব:) বিজিত কুমার ভট্টাচার্য্য। পরিবেশ বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
পরে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিতদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
সবেশেষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’