সিলেট প্রতিনিধি
ছেলে ধরা গুজবে সিলেটে প্রতিবন্ধীকে গণপি/টু/নি
গণপিটুনির শিকার প্রতিবন্ধী যুবক আব্দুল মজিদ (২৫)।
দেশে জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে ছেলে ধরার গুজব। আর এ গুজবে কান দিয়ে সিলেট জেলার গোলাপগঞ্জে এক প্রতিবন্ধী যুবক (২৫)- কে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয় মানুষরা। গণপিটুনি দিয়ে তাকে তোলে দিয়েছেন পুলিশের হাতেও। যদিও পরে জানা যায়, সে একজন প্রতিবন্ধী যুবক।
গোলাপগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার যুবকের নাম আব্দুল মজিদ। রোববার (০৭ জুলাই) বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামে এই ঘটনটি ঘটেছে।
বুদ্ধিপ্রতিবন্ধী ওই যুবক জকিগঞ্জ উপজেলার বিরশ্রী গ্রামের ইউছুফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ঘুরাঘুরি করছিল। এসময় এক শিশু ছেলে ধরা বলে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন তাকে গণপিটুনি দিয়ে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে যান। এরপর গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন বলেন, ‘‘সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্কিত হয়েই সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। তাৎক্ষণিক জনপ্রতিনিধি ও কিছু লোক তাকে রক্ষা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
মাছুদুল আমিন বলেন, ‘‘না হলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেত। আমরা বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল মজিদকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।’’
এ ঘটনায় ওসি গোলাপগঞ্জবাসীকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’