ইয়ানূর রহমান, যশোর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাড়ীর সামনে ২টি বো`মা বি`স্ফোর`ণ
ছবি- আই নিউজ
যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাড়ীর সামনে গভীর রাতে দুটি বো'মা বি'স্ফোর'ণ ঘটিয়েছে দুর্ব'ত্ত'রা।
শনিবার (৪ মে) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের সময় শার্শার তার নিজস্ব বাড়ীর সামনে এই বোমা বি'স্ফোর'ণের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পালিয়ে যায় দু'র্বত্ত'রা। তবে এ ঘটনায় কোন ক্ষ'য়ক্ষ'তি বা হ'তা'হ'তে'র খবর পাওয়া যায়নি।
এদিকে গভীর রাতে হঠাৎ বো'মা বি'স্ফো'রণের বিকট শব্দে অধ্যক্ষ ইব্রাহিম খলিলের পরিবার সহ আশেপাশের মানুষের মাঝে চরম আত'ঙ্ক বিরাজ করছে।
অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, রাতে হঠাৎ বি'কট শব্দে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। তখন ৩টা ৪৫ মিনিট বাজে। তড়িঘড়ি উঠে পর্যবেক্ষণ করে দেখি বাসার সামনে দু'র্বত্ত'রা বো'মা বি'স্ফো'রণ ঘটিয়েছে। এ সময় পরিবারের লোকজনের মাঝে আ'ত'ঙ্ক বিরাজ করতে থাকে। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। বো'মা বি'স্ফোর'ণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা বো'মা বি'স্ফো'রণের ঘটনা ঘটিয়েছে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো.। মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি

























