Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৮:০৯, ১১ জুন ২০২৪

স্বাচীপ শ্রীমঙ্গল শাখার আত্মপ্রকাশ

প্রথম কমিটির নির্বাচিত সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ

প্রথম কমিটির নির্বাচিত সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ

আত্মপ্রকাশ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শ্রীমঙ্গল সাংগঠনিক শাখা। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মাধ্যমে প্রথম কমিটি যাত্রা শুরু করেছে।

ডা. নিবাস চন্দ্র পালকে সভাপতি এবং ডা. অশোক ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়ে কমিটি ঘোষণা করা হয়। 

গত শনিবার (৮ জুন) স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট বিভাগীয় প্রথম মহাসম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। নবগঠিত শ্রীমঙ্গল সাংগঠনিক শাখার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীনতা চিকিৎসক পরিষদ শ্রীমঙ্গল শাখার যাত্রা শুরু হলো। স্বাধীনতা চিকিৎসক পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগের পেশাজীবী অঙ্গসংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অশোক ঘোষ বলেন, প্রথমেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শ্রীমঙ্গলে প্রথমবারের এই সংগঠনের শাখা ঘোষণা করায় এবং এই কমিটির সভাপতি হিসেবে ডা. নিবাস পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দ্বায়িত্ব প্রদান করায়। সবার সহযোগিতা নিয়ে আমরা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়