Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ২৫ নভেম্বর ২০২০

ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইল পৌর মেয়রের মৃত্যু

মো. জাহাঙ্গীর বিশ্বাস। ছবি: সংগৃহীত

মো. জাহাঙ্গীর বিশ্বাস। ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস মারা গেছেন।

বুধবার ( ২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন তার চাচাতো বোন শাহীন আক্তার ও নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর বিশ্বাস সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত ১৮ নভেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন।

জাহাঙ্গীর বিশ্বাসের বয়স মৃত্যুকালে ৫৮ বছর হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ