Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশিত: ২০:৪৬, ২৮ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৫৫, ২৮ নভেম্বর ২০২০

টয়লেটের ট্যাংকিতে মিললো ১৫ দিনের শিশুর মৃতদেহ, বাবা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মা-বাবার পাশ থেকে শিশু চুরি করে হত্যার পর এবার সাতক্ষীরায় দিনের বেলায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় সোহান হোসেন নামের ১৫ দিনের এক নবজাতক চুরি হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোহানের বাবা সোহাগ হোসেনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।  

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী এলাকায় নিজেদের বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতর থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে নবজাতকটির মা অসুস্থ থাকায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে সদর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পৃথকভাবে চুরি হওয়া শিশুটি উদ্ধারে কাজ শুরু করে। দুপুরে নবজাতকটি হারিয়েছে উল্লেখ করে তার বাবা সোহাগ হোসেন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হতদরিদ্র সোহাগ স্ত্রী ফতেমাকে নিয়ে হাওয়ালখালী গ্রামে নানার বা‌ড়ি‌তে থাকেন। বৃহস্পতিবার দুপু‌রে বা‌ড়ির বারান্দায় ১৫ দিনের সোহানকে নিয়ে মা ফাতেমা ঘুমাচ্ছিলেন। কোনো এক ফাঁকে মায়ের পাশ থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। প্রায় ৩৬ ঘণ্টা পর ওই নবজাত‌কের মর‌দেহ উদ্ধার করা সম্ভব হ‌য়ে‌ছে। এ ঘটনায় নবজাতকটির বাবা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। পরে বিস্তা‌রিত জানানো হ‌বে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ