Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:৫১, ৫ ডিসেম্বর ২০২০

রাতের আঁধারেই ভাঙা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণ হতে যাওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন্দ্র করে হেফাজত-জামাত জোট তীব্র প্রতিবাদ জানায়। এরপর থেকে দেশে বিতর্কের শুরু হয় বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নিয়ে। বিতর্কিত বক্তা মামুনুল হক এক বক্তব্যে বলেছেন, ‘তাদের দাবি না মেনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়ে তা নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে।

সেই হুমকিরই যেন বাস্তব রূপ দেখা গেলো কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে। সেখানে  রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নির্মাণাধীন এ ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে তা নজরে আসার পর ক্ষোভ জানিয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে।

তবে কারা এই ভাস্কর্য ভাংচুর করেছে এ সম্বন্ধে কিছু জানা যায়নি।

কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ শহরের ওই স্থানে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে বলে জানা গেছে।

কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাস্কর্যটির নির্মাণ কাজ প্রায় ৭৫ ভাগ শেষ হয়েছে। ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শহরের সিসি ক্যামেরার ভিডিও দেখে দুর্বৃত্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ