Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ৬ ডিসেম্বর ২০২০

৬ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

৬ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত ভোর ৪টা থেকে বয়া-বাতি, সিগন্যাল কিছুই দেখা না যাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এই দীর্ঘ সময়ে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

বাংলাবাজার প্রান্ত থেকে সকাল সাড়ে ৮টায় দুটো ফেরি ছেড়ে আসলেও ঘন কুয়াশার কারণে মাঝ নদীতেই নোঙ্গর করতে বাধ্য হয়েছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান জানিয়েছেন, অন্য ১২টি ফেরি উভয় ঘাটে নোঙ্গর করা হয়েছে। শিমুলিয়া তিন নম্বর ঘাট থেকে ফেরি কুমিল্লায় যানবাহন লোড করা আছে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিটি এই ঘাট ছেড়ে যাবে। বিআইডব্লিউটিসি বলছে - এই রুটে তিনটি রো রো সহ ১৪ টি ফেরি চলাচল করছিল।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ