Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৩২, ৬ ডিসেম্বর ২০২০

জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরে সরাসরি অংশ নেয় টুপি পরা দুইজন

ফুটেজ থেকে নেওয়া ছবি

ফুটেজ থেকে নেওয়া ছবি

গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর গোটা দেশে এর বিরুদ্ধে সোচ্চার হন সচেতন মহল। এবার পাওয়া গেলো ভাস্কর্য ভাঙচুরকারীদের সম্পর্কে আংশিক তথ্য।  বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে টুপি পরা দুই ব্যক্তিকে অংশ নিতে দেখা গেছে। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে। 

ওই ফুটেজে দেখা গেছে, রাত ২ টার পর টুপি পরা দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর পুলিশ শহরের বেশ কয়েকটি সড়কের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। এরপর ফুটেজ যাচাই করে কারা এ ঘটনায় অংশ নিয়েছিল তা শনাক্ত করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেশ কয়েকজনকে।

এদিকে রোববার সকাল ১১টার দিকে জেলা বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ভালো খবর আছে। তবে সেটা পরে জানানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করা প্রয়োজন সব করছে পুলিশ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ