Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ৭ ডিসেম্বর ২০২০

ঘন কুয়াশায় পৌনে ৮ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

পৌনে ৮ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু হয়েছে। পারাপারের অপেক্ষায় দীর্ঘ লাইনে রয়েছে ঘন কুয়াশার ৫ শতাধিক যানবাহন।

সোমাবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় কুয়াশা কেটে গেলে দেশের গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে কনকনে শীতে সহস্রাধিক যাত্রী ও যানসহ আটকা পড়া ৭টি ফেরি গন্তব্যের দিকে রওয়ানা দিয়েছে। ক্রমেই অপেক্ষারত যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। এখানে মানুষের দুর্ভোগ এখন চরমে।

এর আগে রবিবার দিবাগত রাত ২টায় পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে নৌপথে বয়া, বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কুয়াশা কেটে যাবার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এই রুটে চলাচলরত ১৪টি ফেরির মধ্য শুধু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ফগ লাইট রয়েছে। তাও মান সম্মত না হওয়ায় এই কুয়াশায় চলাচল উপযোগী নয়।

এদিকে এই রুটে ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪ শ' স্পীডবোর্ট সবই বন্ধ রয়ছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ